খুব
সহজেই কি ভাবে এডফ্লাই আর মাধ্যমে 100-150 ডলার ইনকাম করতে পারবেন
।
Adf.ly
বিশ্বের সেরা অর্থ প্রদান করা Url Shorten সাইট. আপনি 100% আত্মবিশ্বাসের
সঙ্গে এই অর্থ প্রদান করা Url Shorten এই সাইট ব্যবহার করতে পারেন. যারা
অনলাইনের তেমন কোন কাজ পারেন না তারা এই সাইট এ কাজ করে ইনকাম করতে পারবেন ।
আপনার আকাউন্টে যখন 5 ডলার হবে তখন এরা আপনাকে Payza.Com , Paypal.Com ,
Payoneer.Com মাধ্যমে পেমেন্ট করবে । আপনার একাউন্টে 5 ডলার হলেই আপনি
Withdraw করতে পারবেন।
তাদের সেবা ব্যবহার করে পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবে।
তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপন
নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপন বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ
করতে খুব সমস্যা হওয়ার কথা না।
তাদের সাইটে গিয়ে সদস্য হবেন, আপনার সাইটের নাম সংক্ষিপ্ত করবেন, এরপর তাকে
ব্যবহার করবেন বিভিন্ন জায়গায়। ফেসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতেও ব্যবহার
করতে পারেন।
দেয় টাকার পরিমান নির্ভর করে বিজ্ঞাপনের ধরনের ওপর। সাধারনভাবে প্রতি হাজার
ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলার। পুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি
১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত
বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি
দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার
দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের
জন্য বেশি টাকা।
এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের
শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা। তাদের টাকা দেয়ার পদ্ধতি পেপল এবং
এলার্টপে (পেজা)। কাজেই বাংলাদেশ থেকে ব্যবহার করতে সমস্যা নেই। সদস্য
হওয়ার সাথে সাথেই টাকা আয় শুরু করতে পারেন। সদস্য হওয়া খুব সহজ। ফরম পুরন
করলে ইমেইলে একটি কনফার্মেশন লিংক পাঠাবে তারা। সেটা ক্লিক করাই
যথেষ্ট। এডফ্লাই নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। কারো মতে এটা আয়ের ভাল
ব্যবস্থা, কারো মতে ভাওতাবাজি। বাস্তবে এর মাধ্যমে অনেকেই উপার্জন করেছেন
এবং করছেন।